আমাদের বিশ্বাসের সাথে আমাদের অ্যাকশন অনেক সময় মেলে না। যেমন আমরা জানি সিগারেট খাওয়া ক্ষতিকর কিন্তু সিগারেট ফুকেই যাই। এই বৈপরীত্য কে সাইকোলজিস্ট লিও ফেস্টিগনার বলেছেন কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানের অসঙ্গতি। এই ধরণের অসঙ্গতি নিয়ে মানুষ বাঁচতে পারেনা। তাই তাঁর অসঙ্গত অ্যাকশনটাকে তাঁর বিশ্বাসের সাথে কন্সিস্টেন্ট করে নিতে চায়। সে তখন সিগারেট খেলেও বলবে, হ্যাঁ আমি জানি সিগারেট ক্ষতিকর কিন্তু এটা আমাকে রিল্যাক্স রাখে। দেখুন তাঁর অ্যাকশন আর বিশ্বাস এখন কন্সিস্টেন্ট হয়ে গেলো।
আমরা ভুলগুলোকে স্বীকার করতে পারিনা। বাংলাদেশে আপনি খুব কম মানুষের কাছেই শুনবেন, সরি আই মেড অ্যা মিস্টেক। বরং এই ভূখণ্ডের মানুষ শুনতে চায় সেই জিনিসটা যা তাঁর অ্যাকশনের সাথে সাযুজ্য পূর্ণ, দেখতে চায় সেই জিনিসটা যা সে সচরাচর করে তার সাথে সাযুজ্য পূর্ণ। নিজের দৃষ্টিভঙ্গির সাথে কন্ট্রাডিক্ট করে এমন সব কিছুকেই আমরা রিজেক্ট করে দেই। আমরা সেই যুক্তিই খুঁজে ফিরি যা আমাদের অবস্থানকে আরো সংহত করবে।
একটা সমাজের কিছু মানুষ কগনিটিভ ডিসোনেন্সে ভুগতে পারে। কিন্তু দল বেঁধে সবাই কগনিটিভ ডিসোনেন্সে ভোগে বোধ হয় শুধু বাংলাদেশের মানুষই। তাই যেই যুক্তিই দেন না কেন, কাউকেই বোধ হয় এখানে কনভিন্স করা যায়না।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন