জমি থেকে উচ্ছেদের জন্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রান্তিক মানুষদের উপরে পুলিশের গুলি। পুলিশের উপস্থিতিতে বসতবাড়িতে আগুন। আর আগুনের লেলিহান শিখা দেখতে দেখতে কুৎসিত হাসি ঠাট্টা। দেখুন দেশকে পাকিস্তান বানানোর ভয় দেখিয়ে যেই ফ্যাসিস্ট শাসন গিলতে বাধ্য করা হয়েছে, সেই শাসনে রাষ্ট্রীয় বাহিনী কি নিজ দেশের নাগরিককে মানুষ বলে মনে করে? নাগরিক বলে মনে করে? এটাকে জেনোসাইড বলা যাবেনা কেন? জবাব চাই।
